শিরোনাম

South east bank ad

সুন্দরবনে বিপুল পরিমান চিংড়ি মাছ জব্দ

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামসুর রহমান, (বাগেররহাট) :

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে শিকারের বিপুল পরিমান চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৪ আগষ্ট) সকালে বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) এনামুল হক এ তথ্য জানান।

এসিএফ এনামুল হক বলেন, প্রজনন মৌসুম জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস সুন্দরবনের আভ্যন্তরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর অসাধু মহাজন অধিক মুনাফার লোভে জেলেদের দিয়ে মাছ শিকার করাচ্ছে। এমন গোপন খবরে সুন্দরবনের জোংড়া এলাকায় বনকর্মী মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় মাছ বহনকারী একটি নৌকা দেখতে পান তারা। পরে তল্লাশি চালিয়ে আট মন চিংড়িসহ আরও দুটি ককসেট ভর্তি বিপুল পরিমান মাছ জব্দ তারা। তবে এসময় এরসাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

জেলেরা পালিয়ে বনের ভিতরে পালিয়ে যায় বলে দাবি করেন বনকর্মকর্তা এনামুল। চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন জব্দকৃত ওই মাছগুলো কেরোসিন তেল মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় এবং নৌকা টিকে ভেঙ্গে ফেলা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: