শিরোনাম

South east bank ad

ভোলায় করোনায় আরও দুই নারীর মৃত্যু

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম, (ভোলা) :

ভোলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুই নারীর মৃত্যু হয়েছে। এরা হলেন, সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বিবি মরিয়ম (৫৫) ও দৌলতখান উপজেলার রওসানারা বেগম (৬৫)।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪২ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করে।

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৪ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় জেলায় এক দিনে সর্বোচ্চ রেকর্ড করোনা আক্রান্ত হয়েছেন ১৮২ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৫১.২৬ শতাংশ।

এর মধ্যে ১৩২ জন সদর উপজেলার। আক্রান্তের ৫১ শতাংশ অর্থাৎ ৬৭ জন ভোলা পৌরসভা এলাকার।এর মধ্যে পৌরসভার ওয়েস্টার্ন পাড়ায় আক্রান্ত ১৫ জন, পৌর কাঠালী ৮, সদর রোড ৩, কালীনাথ রায়ের বাজার ৬, চরনোয়াবাদ ৬, উকিলপাড়া ৮, অফিসারপাড়া ৫, স্টেডিয়াম সড়ক ২, কালীবাড়ি রোড ৪, মুসলিমপাড়া ৪, পুলিশ লাইন ১, যুগীরঘোল ৩, পৌর বাপ্তা ৪ ও গাজিপুর রোডে ২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সদর উপজেলার আালীনগর, ইলিশা, বাপ্তা,উওর দিঘলদী,দঃ দিঘলদী, শিবপুর ইউনিয়নে শনাক্তের হার বেশি রয়েছে।

সিভিল সার্জর কার্যালয় সূত্র আরো জানায়, এখন পর্যন্ত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৯ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৬৩৩ জনের।

এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৩৪৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৭১ জন। বর্তমানে সেখানে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: