শিরোনাম

South east bank ad

শেখ কামাল’র জন্মদিবসে ময়মনসিংহে কর্মসূচি

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ, (ময়মনসিংহ সদর) :

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে জন্মদিবসটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিবস উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

(৫ আগস্ট) সকাল আটটায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ রফিক উদ্দিন ভূঁইয়া সেস্টিডিয়ামের অস্থায়ী মঞ্চে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার শিক্ষা ও বেসরকারি ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহার।

সকাল ১১ টায় শেখ কামালকে নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। বাদ জোহর কোরআন খতম, মোনাজাত অনুষ্ঠিত হবে মসজিদ,মাদ্রসায়, মন্দির, গীর্জা বিশেষ প্রার্থনা।

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃ চারা গাছ বিতরণ। এবং উপজেলা পর্য়ায়েও স্ব স্ব কর্মসূচি পালিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: