যমুনার পেটে শিক্ষা প্রতিষ্ঠান
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাও হাট বিলীন হয়ে যায়। এতে হুমকির মুখে শত শত ঘরবাড়ী ও বসতভিটা। বিষয়টি গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হযরত আলী তালুকদার।
জানাযায় ৩ নং বেলটিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, আলীপুর মাদ্রাসার তিনটা ঘর, আলীপুর জামে মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। অন্যান জিনিস সব রাক্ষুসী যমুনা নদীর পেটে চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।
২নং গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো.হযরত আলী তালুকদার জানান নদী ভাঙ্গনের দৃশ্য আর ভাল লাগে না । এক রাতে যমুনা নদী কেড়ে নিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকজনের ষরবাড়ী ।যেপ্রতিষ্ঠানে কিছু দিন আগে ও ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে দৌড়াদৌড়ি করছে আজ সেটা শুধই দৃশ্য । সরকারের কাছে দাবী দ্রত আমাদের এরাকায় স্থায়ী বেরী বাঁধ দেওয়া হক ।
এবিষয় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক পাওয়া গেলে কাল থেকেই ভাঙনরোধে কাজ ধরা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।