শিরোনাম

South east bank ad

যমুনার পেটে শিক্ষা প্রতিষ্ঠান

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাও হাট বিলীন হয়ে যায়। এতে হুমকির মুখে শত শত ঘরবাড়ী ও বসতভিটা। বিষয়টি গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হযরত আলী তালুকদার।

জানাযায় ৩ নং বেলটিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, আলীপুর মাদ্রাসার তিনটা ঘর, আলীপুর জামে মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। অন্যান জিনিস সব রাক্ষুসী যমুনা নদীর পেটে চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

২নং গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো.হযরত আলী তালুকদার জানান নদী ভাঙ্গনের দৃশ্য আর ভাল লাগে না । এক রাতে যমুনা নদী কেড়ে নিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকজনের ষরবাড়ী ।যেপ্রতিষ্ঠানে কিছু দিন আগে ও ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে দৌড়াদৌড়ি করছে আজ সেটা শুধই দৃশ্য । সরকারের কাছে দাবী দ্রত আমাদের এরাকায় স্থায়ী বেরী বাঁধ দেওয়া হক ।

এবিষয় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক পাওয়া গেলে কাল থেকেই ভাঙনরোধে কাজ ধরা হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: