চুনারুঘাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী কারাগারে
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী রমজান আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ আসামী রমজান আলীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে। কোর্ট তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে চুনারুঘাট থানার এসআই হিমনসহ একদল পুলিশ পৌরশহরের মধ্যবাজারে অভিযান চালিয়ে রমজান আলীকে (৩৬) গ্রেফতার করে। রমজান আলী উপজেলার হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর ছেলে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, ৯ জুলাই হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের কন্যা আছমা খাতুন। এ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত চুনারুঘাট থানাকে এফআইআর গণ্যে মামলা রুজুর আদেশ দেন।