শিরোনাম

South east bank ad

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ৩য় জোনের কার্যক্রম শুরু

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই থেকে শুরু হয় মশক নিধন কর্মসূচির ৯ম দিনে ৩ আগষ্ট থেকে ৩য় জোনে কার্যক্রম শুরু হয়েছে। ৩য় জোনে অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ হলো ১৩, ১৪, ১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬।

মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কর্মসূচির বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত তদারকি করছেন।

৩ আগষ্ট ৩য় জোনের ওয়ার্ডসমূহের মশক নিধন কার্যক্রম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ পরিদর্শন করেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, বলেন, ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক মশক ও লার্ভা নিধরের পাশাপাশি প্রচারণাও চালানো হচ্ছে। মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনে এবং রাতে মশারি টানিয়ে ঘুমানোর জন্য। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন, তাঁরা যেন কোনোভাবেই মশারির ভেতর থেকে বের না হোন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: