নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ৩য় জোনের কার্যক্রম শুরু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই থেকে শুরু হয় মশক নিধন কর্মসূচির ৯ম দিনে ৩ আগষ্ট থেকে ৩য় জোনে কার্যক্রম শুরু হয়েছে। ৩য় জোনে অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ হলো ১৩, ১৪, ১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬।
মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কর্মসূচির বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত তদারকি করছেন।
৩ আগষ্ট ৩য় জোনের ওয়ার্ডসমূহের মশক নিধন কার্যক্রম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ পরিদর্শন করেন।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, বলেন, ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক মশক ও লার্ভা নিধরের পাশাপাশি প্রচারণাও চালানো হচ্ছে। মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনে এবং রাতে মশারি টানিয়ে ঘুমানোর জন্য। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন, তাঁরা যেন কোনোভাবেই মশারির ভেতর থেকে বের না হোন।