শিরোনাম

South east bank ad

জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিবস ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ছালেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, আগামী ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিবস ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: