অসীমাঞ্জলী ফাউন্ডেশন'র খাদ্যসামগ্রী বিতরণ
রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠিতে অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে করোনার পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার শহরের ষ্টেশনরোডস্থ সংগঠনটির কার্যালয়ের সামনের সড়কে শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তৈল, আলুসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর।
এ সময় সংগীত পরিবেশনের মাধ্যেমে ফাউন্ডেনের শিশু শিল্পীরা করোনা মহামারির ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারনা চালায়।
অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সভাপতি ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সভাপতি ডা. অসীম কুমার সাহা বলেন, এই ফাউন্ডেশন সব সময় সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের দুঃখ ও কষ্ঠ লাগবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।