প্রেসক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলমের সহযোগীতায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
৩ আগষ্ট দুপুরে পটুয়াখালী সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ২৫০ টি দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর,পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদের এই সমাজে যারা বিত্তবান তাদের নিম্নবিত্ত পরিবারের পাশে থাকার জন্য আহবান জানাই।