আটোয়ারীতে সার ব্যবসায়ীকে জরিমানা
মাসুদ রানা, (আটোয়ারী) :
পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ সার ব্যবসায়ীকে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকের কাছে বেশী দামে সার বিক্রি ও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় সার ব্যবসায়ী বড়সিঙ্গিয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র রবিউল ইসলামকে ৫,০০০/-টাকা, বর্ষালুপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র কাউছারকে ৩,০০০/-টাকা, ছোটদাপ গ্রামের মৃত গিয়াস উদ্দীনের পুত্র মোঃ আব্দুস সাত্তারকে ৩,০০০/- টাকা এবং নলপুখরী গ্রামের খাইরুল আলমের পুত্র মোঃ সারোয়ারকে ১,০০০/-টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
ওই সময় স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করায় আশরাফ নামের একজনকে দ: বি: ১৮৬০ এর২৬৯ ধারায় ১০০/- টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতাকারী পুলিশ ফোর্স সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।