জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এঁর সঞ্চালনায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন।