শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে সীমানা নিয়ে বিরোধে দু’দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগে গৃহবধূসহ আহত-৬

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব (শেরপুর) :

শেরপুরের শ্রীবরদীতে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গৃহবধূ জাহানারা বেগমসহ অন্তত ৬ জন আহত হয়েছে। সবশেষ ১ আগষ্ট রোববার দিবাগত রাতে আবারো অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এতে ইতিপূর্বে আহত গৃহবধূ শামছুন্নাহারসহ তার পরিবারের লোকজন প্রতিপক্ষের আক্রমন থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল মধ্যপাড়া গ্রামে।

ভূক্তভোগী গৃহবধূ শামছুন্নাহারের স্বামী দেলোয়ার হোসেন জানান, তার সাথে জমি নিয়ে একই বাড়ির ফটিক মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৬ জুলাই গাছ কাটা নিয়ে তাদের মধ্যে দু তফায় কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতে ফটিক ও তার লোকজন দেলোয়ার হোসেনের খড়ের গাদায় অগ্নিসংযোগ করে বাড়িতে হামলা করে। এক পর্যায়ে উভয়ে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেনের স্ত্রী শামছুন্নাহারসহ উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়। পরে তাদেরকে শ্রীবরদী উপজেলা সদর হাসপাতাপালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এরই জের ধরে গত রোববার (১ আগষ্ট) দিবাগত রাতে ফটিক ও তার লোকজন দেলোয়ারে হোসেনের বাড়িতে আবারো হামলা করে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায়। এ সময় প্রাণের ভয়ে দোলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করে।

এ ঘটনায় দোলোয়ার হোসেন বলেন, ফটিকের ভয়ে আমরা কেউ বাড়িতে যেতে পারছিনা। রাতে অগ্নিসংযোগ করায় গ্রামের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ ২ আগষ্ট সোমবার বাড়ির খড়ের পাল্লায় ও ঘরের লেপতোশকে এখনো আগুন জ্বলছে। আমরা কেউ ওদের ভয়ে বাড়ি যেতে পারছিনা। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ফটিক মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, দেলোয়ার হোসেন লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে খড়ের পাল্লায় অগ্নিসংযোগ ও আমাদের মারধর করেছে। এতে আমার মা মোর্শেদা বেগমসহ ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দোলোয়ার হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রুকন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: