খাল খনন কাজ পরিদর্শন করলেন ডিসি
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদীতে কুড়িকাহনিয়া এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করলেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। সোমবার বিকালে কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন এলাকায় বিএডিসি কর্তৃক কুড়িকাহনিয়া-কালিদহ সাগর ২ কিলোমিটার খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় খাল খনন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন ডিসি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, বিএডিসি জামালপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান নিপু, বিএডিসি শেরপুর জোনের সহকারি প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মেহেদী আল বাকী, বিএডিসি শ্রীবরদী কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আলতাফ হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্ত।
জানা যায়, বিএডিসি কর্তৃক ১৯ লক্ষ ৬৫ হাজার ৯৬০ টাকা ব্যায়ে কুড়িকাহনিয়া-কালিদহ সাগর ২ কিলোমিটার খালের খনন কাজ শুরু করেন ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ। স্থানীয়রা বলছেন খাল খনন করায় একদিকে যেমন পানি নিস্কাশনের ব্যবস্থা হবে অপরদিকে শুস্ক মৌসুমে খালের পানি থেকে চাষাবাদ করা যাবে।
খনন কাজ পরিদর্শন শেষে কুড়িকাহনিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ডিসি মো. মোমিনুর রশীদ। এসময় ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে কুড়িকাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইউএনও নিলুফা আক্তার প্রমুখ।