আড়াইহাজারে তাঁতিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
দেশের বিভিন্ন জায়গায় কোভিড-১৯ পরিস্থিতি ও দূর্যোগ ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয় দেশের অধিকাংশ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে। করোনা মহামারী সময়ে মানুষের মাঝে যে খাদ্য সংকট দেখা দিচ্ছে, এতে করে দেশের প্রায় ৫৫% মানুষ খাদ্য অভাবের শিকার হচ্ছে। দেশে বন্ধ রয়েছে শিল্পকারখান, গার্মেন্টস সহ দেশের সকল প্রকার আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে করে জনমুখে চিন্তার আভা দেখা যায়। তাই পরিস্থিতি ঠিক করতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য উপাদান। এতে করে কিছুটা হলেও স্বস্তিকায় ফিরবে জনজীবনে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়ও প্রধানমন্ত্রীর ত্রাণ, দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে উপজেলা পরিষদে ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সোহাগ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খুরশিদ আলম সরকার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে এমপি বাবু বলেন, ' আড়াইহাজারের হতদরিদ্র মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা রয়েছেন। তিনি আমাদের খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আমাদের তৈরি করেছন। আমরা সবসময় চেষ্টা করবো মানুষের মুখে হাসি অটুট রাখতে।"
পরে উপজেলার বিভিন্ন গ্রামের তাঁতিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ করেন এমপি বাবু।