শোকের মাসের প্রথম প্রহরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন
আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :
নওগাঁর ধামইরহাটে আগস্ট মাসব্যাপী শোকের মাস হিসেবে ও ১৫ আগস্টকে সামনে রেখে মোমবাতি প্রজ্জলন করেন পৌর ছাত্রলীগ। এ উপলক্ষে ১ আগস্ট রাত ১২ টা ০১ মিনিটে ধামইরহাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম ও সাধারণ সম্পাদক সম্পাদক আনন্দ কুমার শীলের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি কাশ্মির আহমেদ, সহ সভাপতি নুর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা সহ পৌর ছাত্রলীগের নেত্রীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগষ্টে নিহত সকল শহীদ স্বরনে তাদের বিদেহী আত্নার শান্তি কামনাই ধামইরহাট পৌর ছাত্রলীগের এ মোমবাতি প্রজ্জ্বলন।