গৌরীপুরে করোনায় একজনের মৃত্যু
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে মতিউর রহমান মতি (৭০) নামে স্থানীয় এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তির বাড়ি গৌরীপুর উপজেলা সিধলা ইউনিয়নের বালিজুড়ি গ্রামে। রবিবার ভোরে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম।