এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ
এনআরবিসি ব্যাংক লিমিটেড একটি মানবিক ব্যাংক। এনআরবিসি ব্যাংক সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে।
এনআরবিসি ব্যাংকের হরিরামপুর শাখার কর্মীবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে তাঁদের বেতন-বোনাসের অর্থ দিয়ে দরিদ্র বস্তিবাসী পরিবারকে খাদ্যদ্রব্য সহায়তা দিয়েছে। করোনাকালীন এই মহামারিতে অসহায় মানুষদের পাশে থাকতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও তারা অসহায় মানুষদের পাশে থাকবে এমনটাই তাদের প্রত্যাশা।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক তার কর্পোরেট দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।