টিকার তিন ডোজ নেওয়া দাবি করা সেই যুবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে
একবার ওদিকে গেলাম একজন টিকা দিল। তারপর এদিকে গেলাম আরেক টিকা, এরপর একজন বলল এবার ওইদিকে যান পরে আরেক টিকা। এভাবে তিন টিকা নেয়ার পর বাইরে একজনকে জিজ্ঞেস করলাম আপনাকে কতগুলা টিকা দিছে, উনি বলল একটা। কিন্তু আমাকে তো তিনটি টিকা দিল…
একটি বেসরকারি টিভিতে টিকা দেয়ার পর এভাবেই সাক্ষাৎকার দেন ওমর ফারুক নামে এক প্রবাসী, তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়িতে। এরকম সাক্ষাৎকার দেওয়ার পর কে বা কারা ওমর ফারুককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার খোঁজ মিলেছে। বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
গত মঙ্গলবার ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানান, বিএসএমএমইউ টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেয়া হয়েছে।
এরপর ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও গণমাধ্যমে খবর আসে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে একই দিনে তিন ডোজ টিকা দেয়ার যে খবর রটেছে তা ঠিক নয় বলে দাবি করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
ওমর ফারুকের স্বজনরা জানান, বুধবার দিনভর নিখোঁজ থাকার পর সন্ধ্যায় ওমর ফারুক তার বাবা ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন।
ওমরের বোন ফারজানা আক্তার জানান, ওমর ফোনে বলেছে, সে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে একসঙ্গে তিন টিকা নেয়ার পর ওমর ফারুকের তেমন কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, সামান্য জ্বর অনুভব করা ছাড়া তার শরীরে আর কোনো সমস্যা তারা দেখেননি।