বিমানবন্দরে সৌদিগামী যাত্রীর লাগেজে মিলল ৮৯৫০ ইয়াবা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় সাদ্দাম (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক। তিনি জানান, সাদ্দাম সালাম এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। বিশেষ কৌশলে তার লাগেজের ভেতরে ইয়াবাগুলো রাখা হয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ে ইয়াবাগুলো ধরা পড়ে।
জিয়াউল হক জানান, কুমিল্লায় নিজ এলাকার এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাদ্দাম। ইয়াবাগুলো দাম্মামে একজনের কাছে তার পৌঁছে দেওয়ার কথা ছিল।