পূর্ব শত্রুতায় একজনের শরীরে ৯২ সিলি
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জুয়েল মাঝি নামের একজনকে মেরে ৯২ সিলি লাগালো সন্ত্রাসীরা।সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় জুযেল মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মোতা গাজীর ছেলে মোস্তফা গাজী, মৃত হাবিব গাজীর ছেলে আতা গাজী ও মনির গাজীর ছেলে শ্যামল গাজীসহ একটি সংঘবদ্ধ দল রাতে আহত জুৃযেল মাঝির উপর অতর্কিত হামলা চালিয়ে দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরি পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় জুয়েল মাঝিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে । নিউস লিখা পর্যন্ত এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।