সালথায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সালথায় গলায় ফাঁস দিয়ে অনিমেষ মন্ডল(২২) নামক এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত অনিমেষ মন্ডল উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের হারান মন্ডলের ছেলে।
সোমবার (২৬ জুলাই) ভোর সাড়ে পাচঁটার দিকে পাট নাড়তে গিয়ে অনিমেষ মন্ডলের চাচা বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তার ডাক চিৎকারে অনিমেষের মা স্বরস্বতী মন্ডল সেখানে গিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কান্নার আওয়াজ শুনে আশপাশের লোক জন ছুটে এসে আমগাছ থেকে তাকে নামালে হলে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, জানা যায়, গত ২ বছর ধরে অনিমেষের বড় ভাবির মামাত বোন ভাঙ্গা উপজেলার হাজরা হাটি গ্রামের ঊষার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। অন্য জায়গায় মেয়েটির বিয়ে ঠিক হওয়ায় গত তিন চার দিন ধরে মেয়েটি কথা বলা বন্ধ করে দেয়, এতে সে অভিমান মরে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।