South east bank ad

বরগুনার ছয় চেকপোষ্টে পুলিশের সক্রিয়তা

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

জেলা প্রশাসনের পাশাপাশি সক্রিয় রয়েছে জেলা পুলিশ। বরগুনার ছয়টি চেকপোষ্টে পুলিশের সক্রিয়তা দেখা গেছে। পুলিশের উদ্যোগে বন্ধ করে দেয়া হয়েছে শহরের প্রবেশ পথের প্রতিটি রাস্তা। রয়েছে চেকপোস্ট।

নির্ধারিত সময়ের পরে রাস্তায় চলাচল কারী পথচারী ও যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদের পর যুক্তিসংগত হলে তাকে ছেড়ে দেয়া হচ্ছে। অসঙ্গতিপূর্ণ যানবাহন আটক রেখে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনছেন।

কেবল দিন নয় রাতের শেষ প্রহর পর্যন্ত থাকেন এ সকল পুলিশ সদস্যরা। করোনা কালীন সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ছাড়াও সাধারণ মানুষের বাসগৃহের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মোবাইল কোর্টে সহযোগিতা করে আসছেন বরাবরই।

বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক বলেন, বর্তমানে করোনার প্রভাব প্রখর আকার ধারণ করেছে। ফলে বেড়েছে করনা রোগীর সংখ্যা। অনায়াসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এসকল রোগী। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বরগুনা শহরের ছয়টি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি পুলিশের ভিন্ন ভিন্ন টিম শহরের বিভিন্ন জায়গায় টহলে রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: