লকডাউনে খোলা দোকানের ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা
শামীম আলম, (জামালপুর)
জামালপুরের বকশীগঞ্জে সরকার ঘোষিত লকডাউনে দোকান খোলা রাখার ছবি তোলায় বাংলানিউজের জামালপুর করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমসহ স্বস্ত্রীক হামলার শিকার হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক হামলা কারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া দুইটায় বকশীগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, সরকার ঘোষিত লক ডাউন চলাকালে সেলিম রেজার মালিকানাধীন বধুয়া গামেন্টস খোলা রেখে বেচা কেনা অব্যাহত রাখে। গতকাল রবিবার দুপুরে সেই ছবি তোলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।
এ ঘটনার জের ধরে বাজার থেকে স্বস্ত্রীক বাড়ী ফেরার পথে সোমবার দুপুর সোয়া দুইটার দিকে বধুয়া গার্মেন্টসের নিকট পৌছলে দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে রাসেল এবং শিপন হামলা করে। হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, তার স্ত্রী আহত হয়। এ সময় তার ব্যবহাত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে হামলা কারীরা।
খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলাকারী রাসেল মিয়াকে আটক করে। এই নিয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলে সেটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলাকারী রাসেলকে আটক করা হয়েছে। বাকী হামলাকারীদের আটক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।