মাদারীপুরে মৈত্রী মিডিয়ার উদ্যোগে ৫শতাধিক মাস্ক বিতারণ
"সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’, এই শ্লোগান কে সামনে রেখে মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, ব্যবসায়ী, রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতারণ করা হয়েছে।
সোমবার (২৬জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যানী ড্রাক হাউসের সৌজন্যে মাদারীপুর শহরের ইটেরপুল, ইটেরপুল মাছ বাজারের ক্রেতা-বিক্রেতা, পুরাতন বাসস্ট্যান্ড, কোটের মোড়, লেকের পার, পৌরসভা সহ বিভিন্ন স্থানে পথচারী, রিক্সায়ালা, মোটরসাইকেল আরোহী, দোকানদার সহ সাধারন মানুষের মাঝে মাস্ক বিতারণ ও জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। মাক্স বিতারণকালে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান বাদল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান লিমন, কোষাধক্ষ্য মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, সিনিয়র সদস্য অজয় কুন্ড, জুয়েল শাহাদাত, নাজমুল মোড়ল, বিধান মজুমদার এবং সন্ধ্যানী ড্রাক হাউসের প্রো. সাকিব হাসান প্রমুখ।
সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ জানান, আমরা সবসময় সাধারন মানুষের অগ্রাধিকার দিয়ে তাদের পাশে থাকার চেস্টা করি। মাস্ক কিছু মানুষ ছাড়া, প্রায় মানুষ ব্যবহার করে, তবে যেগুলো ব্যবহার করছে সেগুলো ব্যবহার যোগ্য না, ময়লা হয়ে গেছে। তাই আজ আমরা মৈত্রী মিডিয়ার উদ্যোগে বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে কাজ করেছি। আমাদের মাস্ক বিতরণ ও সচেতনতা বাড়ানো কাজ চলমান থাকবে।’’ আসুন সবাই মাস্ক পড়ি নিজে বাচি নিজ পরিবার সুরক্ষা রাখি, দেশকে মহামারি থেকে রক্ষা করতে সকলে সচেতন হই।