মৃত্যু পথযাত্রীদের জন্য সাহায্যের আবেদন
নিরাময় অযোগ্য বা জীবন সীমিতকারী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের দেশে এখন প্রায় ৬ লক্ষ। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ, মৃত্যু পথযাত্রী এই মানুষদের পরিচর্যায় কাজ করছে ঢাকার কড়াইলে এবং নারায়নগঞ্জ সিটি করপোরেশনে।
এ ছাড়া, প্রাতিষ্ঠানিক ভাবে প্যালিয়েটিভ কেয়ার সেবা আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। তাও সীমিত।
এই মানুষদের সাহায্য করতে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটির অর্থের প্রয়োজন। আপনারা যদি সাহায্য করেন, তাহলে এই মানুষগুলো একটু আরামে মৃত্যুবরণ করতে পারেন।
আপনি সাহায্য করতে চাইলে, নীচের ব্যাংক এ্যাকাউন্টে অর্থ দান করতে পারেনঃ-
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ
Palliative Care Society of Bangladesh
পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ, ঢাকা
এ্যাকাউন্ট নম্বর – ০৯৪৭-৯০১-০৩৫১৭১
বিকাশ নম্বর - ০১৭১২৫৭৭৮৭২