প্রবাসী কর্মীদের নিয়ে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক
দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের দক্ষ হিসেবে তৈরি করতে এবং তাদের উদ্যোক্তা মনোভাব বিকাশে যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক। দুই বছর মেয়াদি এ প্রকল্পের নাম ‘কভিড-১৯ রিকভারি: অন্ট্রাপ্রেনিউরশিপ ট্রেইনিং অ্যান্ড গেইনফুল এমপ্লয়মেন্ট ফর রিটার্নি মাইগ্রেন্টস অ্যাফেক্টেড বাই কভিড-১৯ ইন বাংলাদেশ’।
প্রকল্পটির আওতায় কভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের জরুরি আগমন সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন ব্যবসা শুরু করার জন্য বিজনেস অ্যাওয়ার্ডস্বরূপ অর্থ দেওয়া হবে। অভিবাসীরা প্রাপ্ত অর্থ দ্বারা তাদের আর্থিক অবস্থান পুনর্গঠন করতে পারবেন। ১৮-৩৫ বছর বয়সী নারী ও তরুণদের এ সহায়তায় অগ্রাধিকার দেওয়া হবে।