মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির ১০৪তম সভা অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ১০৪তম সভা শনিবার ২৪ জুলাই এক ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক আহসানুল ইসলাম টিটু, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু, আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সফিউল আজম।