শিরোনাম

South east bank ad

মিসরকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সে শঙ্কা একেবারে শেষ হয়ে যায়নি, তবে অলিম্পিকে ছেলেদের ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শঙ্কা কিছুটা কমিয়েছে আর্জেন্টিনা।

জাপানের হোক্কাইদোতে আজ মিসরকে কোনোরকমে হারিয়েছে আর্জেন্টিনা, গোলটাও এসেছে এক ডিফেন্ডারের কাছ থেকে। তবে ১-০ গোলের জয়ে অন্তত এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এটাই স্বস্তি দলটার সমর্থকদের।

এই জয়েও আর্জেন্টিনার উচ্ছ্বাসের তেমন কিছু নেই। কারণ, বাংলাদেশ সময় আগামী বুধবার বিকেল পাঁচটায় গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষা। গ্রুপে নামের ভারে সবচেয়ে বড় দল স্পেনের বিপক্ষে যে সেদিন নামতে হবে আর্জেন্টিনাকে। ব্রাজিলের পাশাপাশি এবারের অলিম্পিকে স্পেনই সবচেয়ে বেশি তারকাবহুল দল নিয়ে এসেছে!

স্পেন পরীক্ষার আগে আজ মিসরের বিপক্ষে জয়টা আর্জেন্টিনার পয়েন্ট তালিকায় একটু স্বস্তি অবশ্য দেবে। স্পেন অনেক তারকা নিয়ে এসেও যে আক্রমণভাগের ব্যর্থতায় মিসরের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল! এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে স্পেন, এই প্রতিবেদন লেখার সময়ে প্রথমার্ধ শেষেও ম্যাচ গোলশূন্য।

আজ আর্জেন্টিনার জয়েও অবশ্য আক্রমণভাগের তেমন অবদান নেই। ৫২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

গোলশূন্য প্রথমার্ধের পর আর্জেন্টিনা হঠাৎই এগিয়ে যায়। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের শট পোস্ট কাঁপিয়ে ফেরে, ফিরতি শটে বল জালে জড়ান মেদিনা। এরপর অবশ্য আর্জেন্টিনা রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণের কৌশলে খেলেছে। এর মধ্যেও সোভি অবশ্য সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন মিসরকে, কিন্তু তাঁর পাসে পা ছুঁয়ে বলটা জালে জড়ানোর মতো কেউ ছিলেন না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: