বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির সুস্থ্যতা কামনায় জেলা কৃষকলীগের উদ্যেগে দোয়া অনুষ্ঠিত
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীনর রয়েছেন তার আশু সুস্থতা কামনায় করে বাগেরহাট জেলা কৃষকলীগের উদ্যেগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আছরবাদ বাগেরহাট রেলওয়ে জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন,সাধারন সম্পাদক মো: মনি মল্লিক, জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা আব্দুর রব,মো: আলম শেখ,চয়ন আহম্মেদ,জেলা কৃষকলীগ নেতা মো: ইলিয়াছ শিকদার,মল্লিক আসাদুজ্জামান টুকু,মনিরুজ্জামান,ফকির নজরুল ইসলাম,সদর উপজেলা সভাপতি মাহমুদ আলী মোহন,উপজেলা কৃষকলীগ নেতা মো: বাবুল শেখ,মো: মোজাম্মেল হোসেন,এ্যাড: বাসুদেব পাল,মোজাফ্ফর হোসেন,খান আসাদ,সুজন হাওলাদার,মো: মোজাম্মেল প্রমুখ।এছাড়া জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনা করে বাগেরহাটের সকল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করার জন্য সকল নেতাকর্মিদের প্রতি উদাত্ত আহব্বান জানান।উক্ত দোয়া অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শেখ কামরুজ্জামান টুকু বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায় জানিয়েছেন।