শিরোনাম

South east bank ad

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধেও চলছে প্রস্তুতি

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল (রাজশাহী):

করোনা সংক্রমনের মধ্যেই রাজধানী ঢাকায় ব্যাপকহারে ছড়িয়েছে ডেঙ্গু রোগ। প্রতিদিন বাড়ছে ডেঙ্গুজ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর সন্ধান মেলেনি। কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষ ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে আসতে পারেন, এমন চিন্তায় রাজশাহীতেও নেয়া হয়েছে প্রস্তুতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষার কিট রাজশাহীতেও দেয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষাও চলছে। এ ছাড়া রোগী পেলে তাঁকে রাখার প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাাল (রামেক) কর্তৃপক্ষ। তবে আশার কথা হচ্ছে- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন বিভাগ মশক নিধন কার্যক্রম জোড়ালোভাবে চালু রাখায় মশার দাপট কিছুটা হলেও কমেছে।

রাসিকের প্রধান পরিছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, মসক নিয়ন্ত্রণে আমরা সারাবছরই কাজ করে থাকি। এটি নিয়মিত চলতে থাকে। এখন মশক নিধনে প্রতিটি ড্রেনে সপ্তাহে একবার ওষুধ দেয়া হচ্ছে। ঝোপঝাড় পরিস্কার করছি। লার্ভা ধ্বংস করা হচ্ছে। তাই ডেঙ্গুতে কেউ আক্রান্ত না হয় সেজন্য সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বলেন, আমরা ডেঙ্গু নিয়ে প্রস্তুতি রেখেছি। লিফলেট বিতরণ করেছি। কিছু স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট দেওয়া আছে। ডেঙ্গুর লক্ষণ থাকলে পরীক্ষা করা হবে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আমরা এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী পাইনি। পাইনি বলে যে রোগী পাব না, তা কিন্তু না। যে কোন সময় রোগী আসতে পারে। সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালকদার বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রতিটি উপজেলায় কিট আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে যারাই জ্বর নিয়ে যাচ্ছে তাদের অন্যান্য পরীক্ষার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষাও ফ্রি করে দেওয়া হয়েছে। প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন রোগী শনাক্ত হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: