পাবনায় লকডাউনে চলছে চোর পুলিশ খেলা, ১৪১ জনকে জরিমানা
রনি ইমরান (পাবনা):
রবিবার পাবনা শহরে পুলিশ অবস্হান নিলে মানুষের ভীর জটলা কমে শহর প্রায় জনশূন্য হয়। এসময় পুলিশ সদস্যরা অসচেতন মানুষদের স্বাস্হ্যবিধি ও লকডাউনের বিধিনিষেধগুলো মানতে বলেন এবং শহরে অযথা ভীর না করার আহবান জানান। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা চলে যাওয়ার পরেই দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খুলে জটলা করতে দেখা যায় অনেক ব্যবসায়ী ও দোকান মালিকদের। শহরের আশপাশের মহল্লায় পুলিশ দেখেই দৌড়ে পালান অযথা আড্ডাবাজি ভীর করা মানুষজন ও উঠতি বয়সীরা। পুলিশ চলে গেলে আবার তারা যথারীতি আড্ডাবাজিতে মিলিত হয়। করোনা নিয়ে এই চোর পুলিশ খেলায় অসচেতন মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং নিজে ও পরিবারের অন্য সদস্যদের ঝুকিতে ফেলছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। শহরের বিভিন্ন পয়েন্টে করোনার ভয়াবহতা তুলে ধরে সকলকে সচেতন করার চেষ্টা করেন স্থানীয় সেচ্ছাসেবকরাও। কিন্ত মানুষ বার বার অসচেতন হয়ে স্বাস্হ্যবিধিতে ধ্বস নামায়।পাবনা শহরে মানুষকে সচেতন করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছেন তারুণ্যের অগ্রযাত্রা নামের একটি সংগঠনের সেচ্ছাসেবকরা। সংগঠনের সদস্যরা জানায়, পাবনায় যখন করোনার ভয়াবহ সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী আক্রান্ত হচ্ছে মানুষ তখন মানুষ স্বাস্হ্যবিধি মানার তোয়াক্কা করছে না। সকলকেই যদি নিজে সচেতন না হয় তাহলে করোনা প্রতিরোধ সহজ হবেনা।
পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৩ জন। আক্রান্তদের মধ্যে পাবনা সদরে ৭ জন,ঈশ্বরদীতে ৫৮ জন,চাটমোহরে ৬ জন,ভাঙ্গুড়াতে ১২ জন,ফরিদপুরে ৫ জন,বেড়াতে ১১ জন,সুজানগরে ৪ জন বলে নিশ্চিত করেছেন পাবনা সিভিল সার্জন অফিস সূত্র। পাবনায় আক্রান্তে হার কমেছে বলে জানিয়েছেন, পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশপ্রীতম।
পাবনায় গত ২৪ ঘন্টায় সমগ্র জেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিধিনিষেধ না মানায় ১২৬টি মামলায় ১৪১ জনকে মোট ৪৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানায় জেলা পাবনা প্রাশাসন।