নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির মধ্যে সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন
এমএ জামান (সাতক্ষীরা):
নিম্নচাপের প্রভাবে সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টির মধ্যেই শনিবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারে নেই বললেই চলে। শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারীচালিত ভ্যানসহ ছোটখাট যানবাহন যথাররীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫০২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২৫ ও বেসরকারি হাসপাতালে তিন জন।
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭। হোম আইসোলেশনে অছেন এক হাজার ১৯ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৯ জন।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৯টি মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় ৬৬টি মামলায় ৫২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।