শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে লাশ নিয়ে পাওনাদারের বাড়িতে অবস্থান

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী)

পাওনাদারের বাড়ির দরজায় মরদেহ রেখে পাওনা টাকা আদায়ের জন্য অভিনব প্রতিবাদ করেছেন পটুয়াখালীর কলাপাড়ার মৃত সুনীল দাসের (৫৭) পরিবারের সদস্যরা। শনিবার (২৪ জুলাই) দুপুরে কলাপাড়া উপজেলার আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ায় জমি ক্রয় বাবদ ১৬ বছর আগে ইউসুফ মুসল্লী নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা দেন সুনীল চন্দ্র দাস। এরপর থেকে বারবার পাওনা টাকা চাওয়া সত্যেও টাকা কিংবা জমি কিছুই দেয় নি ইউসুফ। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। এদিকে এ নিয়ে দুশ্চিন্তায় দিন দিন অসুস্থ হয়ে পড়েন সুনীল। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেননি। অবশেষে শুক্রবার (২৩ জুলাই) রাতে নিজ বাড়িতে মারা যান সুনীল। এরপরের দিন তার শেষকৃত্যের আগে পাওনা টাকা চাইতে মরদেহ নিয়ে দেনাদারের বাড়ি যান পরিবারের সদস্যরা।

মৃত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরি বলেন, আমার স্বামীসহ অনেক দিন তার বাড়িতে আসছি। কিন্তু টাকা বা জমি না দিয়ে তাড়িয়ে দিয়েছে। এখন টাকা না দেয়া পর্যন্ত লাশ নিয়ে এখানে অবস্থান করব।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি শোনার পরই তারা ঘটনাস্থলে এসে দুই পক্ষের সাথে কথা বলেছেন। ইউসুফ বিষয়টি স্বীকার করে আপাতত কিছু টাকা দিতে রাজি হয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: