সালথায় করোনার টিকা নিলেন আওয়ামীলীগনেতা তারা মিয়া
জাকির হোসেন, (সালথা)
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের টিকা নিলেন ফরিদপুরের সালথা উপজেলার প্রবীণ আওয়ামীলীগনেতা ইমামুল হোসেন তারা মিয়া। শনিবার বেলা ১০ টার দিকে চায়নার সিনো ফার্মার তৈরী করোনার টিকা নেন। ইমামুল হোসেন তারা মিয়া অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বর্তমানে অতিমারি হিসেবে দেখা দিয়েছে, আপনারা চাইলে সহজেই নিবন্ধন করে টিকা নিতে পারেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলেই
স্বাস্থ্যবিধি মেনে চলুন যেকোন প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।
প্রবীণ আওয়ামীলীগনেতা ইমামুল হোসেন তারা মিয়া টিকা নেওয়ার সময় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সবার জন্য টিকা ফ্রী দিয়েছেন, টিকা নিন সুস্থ্য থাকুন। টিকা নেওয়ার পর আমার কোন সমস্যা হচ্ছে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি, করোনা ভাইরাস মোকাবেলায় সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।