বকশীগঞ্জে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ২কেজি করে গোশত বিতরণ
শামীম আলম (জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জের মেরুরচরে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বেসরকারি একটি সংস্থা আয়োজনে ১৫টি গরু কোরবানি করে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ২ কেজি করে গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২২ জুলাই) দুপুরে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ এর আয়োজনে মেরুরচরের মাদার চরে হতদরিদ্র এসব পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে কোরবানির গোশত বিতরণ করেন মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, ইসলামিক রিলিফ সংস্থার কর্মকর্তা রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে।
এ ব্যাপারে মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ বলেন, কোরবানির ঈদে চরাঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকেও অসহায়দের পাশে এসে দাঁড়াতে হবে।