কুষ্টিয়ায় কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এনএসআই, আনসার কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মন্তিপরিষদ বিভাগ কর্তৃক ২৩ জুলাই সকাল ০৬.০০ ঘটিকা হতে ৫ আগস্ট, ২০২১ মধ্যরাত পর্যন্ত লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন সংক্রান্তে আলোচনা করা হয়। আলোচনায় সর্বস্মতিক্রমে সড়ক, রেল ও নৌ পথে পরিবহণ, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, চায়ের দোকান, শপিংমল, পশুহাট, বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্তে গৃহিত হয়। এছাড়াও জেলার অভ্যন্তরে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল ধরণের গণপরিবহণ চলাচলের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ কুষ্টিয়া পৌর এলাকাসহ সমগ্র জেলার ক্ষেত্রে প্রযোজ্য। তবে বিধি নিষেধ আরোপকালীন প্রতি শুক্রবার, সোমবার এবং বুধবার সকাল ০৭:০০টা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত উম্মুক্ত স্থানে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করা যাবে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ বিধি নিষেধ শতভাগ বাস্তবায়নে জন্মযোদ্ধা বাংলাদেশ পুলিশ তথা জেলা পুলিশ সর্বাত্নক কাজ করছে বলে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।