বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা অর্পণ করেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার
মাদারীপুরের সন্তান মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। সর্বশেষ বৈশ্বিক মহামারি করোনা সংকটকালে তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় পুলিশ সুপার (টিএম, আই এবং রোহিঙ্গা শরণার্থী) পদে কর্মরত থাকাকালে মানুষের বিপদে পাশে থেকে প্রশংসিত হয়েছেন।
পিরোজপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ করেন। এসময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।