টিকা নিয়ে পরিবার-সমাজকে সুরক্ষিত রাখুন : মসিক মেয়র টিটু
এইচ এম জোবায়ের হোসাইন, (ময়মনসিংহ)
করোনায় ক্ষতিগ্রস্থ ৪০০ অসহায় পরিবারকে মঙ্গলবার দুপুরে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ৫ শত টাকা করে প্রধানমন্ত্রীর উপহার নগদ সহায়তা তুলে দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র টিটু বলেন, করোনার এ সংকটে আপনাদের সুরক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে মানবিক, সবচেয়ে দূরদর্শী প্রধানমন্ত্রী।
মেয়র টিটু তাঁর বক্তব্যে করোনা মহামারী রোধে সকলকে দ্রুত টিকা নেওয়ার আহবান জানান। তিনি বলেন, করোনায় সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে, বহু মানুষের জীবন চলে যাচ্ছে। করোনার এ অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তাই করোনার অভিশাপ থেকে মুক্তির জন্য টিকা নিন। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শংকর সাহা, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।