সম্প্রীতি বাংলাদেশ যশোর কমিটির পক্ষ থেকে দুটি সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান
বি এম আসাদ (যশোর):
সম্প্রীতি বাংলাদেশ যশোর জেলা কমিটির পক্ষ থেকে শেখ ফজলুল হক মনি ও আরজু মনি এবং উদীচী জরুরী অক্সিজেন সেবা টিমকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দৈনিক গ্রামের কাগজের অফিসের সামনে ওই দুই সংগঠনের কর্মীদের হাতে সিলিন্ডার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের যশোর আহবায়ক কমিটির আহবায়ক মবিনুল ইসলাম মবিন, সদস্য সচিব দেবাশীষ মিশ্র জয়, শ্রাবণী সুর। প্রসঙ্গ, যশোরে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিনামূল্যে মানুষকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। তাদের সিলিন্ডার সংকটের কারণে সম্প্রতি বাংলাদেশ ওই দুইটি সংগঠনকে ৪টি সিলিন্ডার প্রদান করেছে।