শিরোনাম

South east bank ad

ট্রাক মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের তিনজন নিহত

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

রাজবাড়ীর কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক মাহেন্দ্র সাথে মু‌খোমু‌খি সংঘর্ষে একই প‌রিবা‌রের তিনজন নিহত হ‌য়ে‌ছে।

সোমবার দিবাগত রাত ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন ইছহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১৪) ও ছেলে আব্দুল মা‌লেক (৫)।

এ ঘটনায় নিহত ইছাহাক শেখের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি চিকিৎসাধীন আছেন।

নিহতরা কু‌ষ্টিয়া জেলার কুমারখা‌লি উপ‌জেলার বা‌সিন্দা। নিহত ইসহাক শেখ সাভা‌রের এক‌টি পোশাক কারখানায় কাজ কর‌তেন।

প্রত্যক্ষদর্শী ইসমাইল মিয়া ব‌লেন, রা‌তে ‌দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি (মা‌হেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা‌লে কুষ্টিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ট্রা‌কের সাথে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এ দুর্ঘটনা ঘ‌টে।

পাংশা ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার মোঃ র‌য়েল আহ‌ম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটানা‌টি জানার পর দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছাই।

ঘটনাস্থ‌লেই দু’জন নিহত হয়। পরে হাসপাতা‌লে নেওয়া হলে আরও একজন মারা যায়। নিহতদের মর‌দেহ কু‌ষ্টিয়া হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: