সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) বেলা আনুমানিক ১১ টার সময় সদরপুর কৃষ্ণপুর সড়কের মোধ্যশৌলডুবি মল্লিকবাড়ী এলাকায় দ্রুতগ্রামী একটি মটর সাইকেল আকমত মোল্লা(৭০) নামের এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যাক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানাগেছে উপজেলার কৃষ্ণপূর ইউনিয়নের মধ্যে শৌলডুবি মল্লিকপাড়া গ্রামের মৃত আফতারউদ্দিন মোল্লার পুত্র আকমত মোল্লা (৭০) স্থানীয় ফসলের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুর সদরপুর সড়কের মল্লিকবাড়িষ্ঠান্ডে পৌছালে কৃষ্ণপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল যায় রেজিষ্ট্রেশন নম্বর ফরিদপুর-ল- ১১-২৮২৬ উক্ত ব্যাক্তিকে চাপাদিয়ে পালিয়ে যায়।