ফুলবাড়িয়ায় বিষধর সাপ কেড়ে নিল দুই পরিবারের আনন্দ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ও রাধাকানাই ইউনিয়নের ২টি পরিবারে পরপর দুইদিনে ২জন মানুষের মৃত্যুতে দুই শোকের ছায়া নেমে এসেছে। ঐ দুই পরিবারে ঈদ যেন নিরানন্দ।
রাধাকানাই ইউনিয়নের পলাশতলী মধ্যপাড়া গ্রামের স্থানীয় একেএম মনজুরুল হক পলাশ জানান, তার জেঠি হামিদা খাতুন (৫৫) সোমবার সকালে ঈদকে কেন্দ্র করে তাদের থাকার মাটির ঘর পরিস্কার করতে গিয়ে মেঝের গর্ত বন্ধ করে মাটি সমান করা অবস্থায় হঠাৎ ব্যথা অনুভব করে। পরে সাপে কামড় দিতে পারে বলে গ্রামের আঞ্চলিকতায় পরীক্ষা করানো হয়। নিশ্চিত হয়ে তাকে ভালুকজান কবিরাজ বাড়ীতে ঝাড়ফুক দিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে রেফার্ড করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের ওমান প্রবাসী মোমেন কাজী এর মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী মুঞ্জিলা আক্তার মুন্নী (৯) রবিবার বিকালে সাপের কামড়ে মৃত্যুবরন করে।