মাধবপুরে বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১৫
শেখ জাহান রনি (মাধবপুর):
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার(মাজার গেইট)এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের(বিআরটিসি)যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে কয়েকটি দোকানে ডুকে যায়।এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।দুর্ঘটনায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলায় ৬ ঘন্টা বিদুৎ সংযোগ বন্ধ থাকে।৬ ঘন্টা পরে বিদুৎ সংযোগ লাইনটি মেরামত করে সচল করে দেয়া হয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত বিআরটিসির বাসটি আটক করা গেলেও গাড়ি চালকে আটক করা সম্ভব হয়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।