শিরোনাম

South east bank ad

বৃদ্ধা রূপবান বেওয়াকে খাদ্য সহায়তা পাঠালেন ফরিদপুরের এসপি

 প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের রূপবান বেওয়া। বয়স ৮৩ বছর। এক ছেলে ও পাঁচ মেয়ে সন্তান নিয়ে গত ২০ বছর আগে তিনি বিধবা হন। এই বয়সেও এসে তিনি কোন প্রকার সরকারি ভাতা পাননি। সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি। বার্ধক্যজনিত রোগের জন্য টাকার অভাবে ওষুধও জোটে না তার। তার ছেলে দিন মুজুরি করে কোন মতে সংসার চালান।

ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান এসব ঘটনা জানতে পেরে খাদ্যসামগ্রী বোয়ালমারী থানায় পাঠান। রবিবার দুপুরে থানার ওসি নুরুল আলম রূপবান বেওয়ার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন। তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ওসি। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি আলু ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ আরো অনেকেই।

চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমি রূপবান বেওয়াকে দ্রুতই সময়ের মধ্যে বয়স্কভাতার কার্ড করে দেব।

ওসি নুরুল আলম বলেন, রূপবান বেওয়ার ভাগ্যে এখনো বয়স্কভাতার কার্ড জোটেনি এই সংবাদ পুলিশ সুপার আলিমুজ্জামান স্যারের নজরে এলে তিনি খাদ্যসামগ্রী পাঠান এবং আমরা ও ইউপি চেয়ারম্যানসহ গিয়ে খাদ্যসামগ্রী তার হাতে তুলে দেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: