শিরোনাম

South east bank ad

জামালপুর জেনারেল হাসপাতালের বাবুর্চি কিরন আলীর মহতী উদ্যোগ

 প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম (জামালপুর):

জামালপুরে করোনা রোগীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও করোনা রোগীদের নিয়মিতভাবেই সঠিক সময়ে খাবার সরবরাহ করে যাচ্ছেন তারা। হাসপাতালের এক বাবুর্চি তার নিজ অর্থায়নে করোনা রোগীদের খাবার ওয়ান টাইম বাটিতে করে সরবরাহের উদ্যোগ নিয়েছেন।

জামালপুরে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। জীবন বাজি রেখে করোনা রোগীদের পাশে সবসময় কাজ করছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তেমনি করোনা রোগীদের পাশে রয়েছে জামালপুর জেনারেল হাসপাতালের বাবুর্চিরা। তারা দিনরাত কঠোর পরিশ্রম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগীদের জন্য মানসম্মত খাবার রান্না করে পরিবেশন করেন। তাদেরই একজন জামালপুর জেনারেল হাসপাতালের বাবুর্চি কিরন আলী। করোনা রোগীদের দ্রুত সুস্থ্য হয়ে উঠতে, তাদের স্বাস্থ্য নিরাপত্তার ও সংক্রমণ প্রতিরোধে নিজের বেতন ও ঈদ বোনাসের টাকা দিয়ে রোগীদের জন্য ওয়ান টাইম খাবারের বাটি ও গ্লাসের ব্যবস্থা করছেন। করোনা সংক্রমণের শুরু থেকেই তিনি এই উদ্যোগ গ্রহন করে খাবার সরবরাহ করে যাচ্ছেন এবং যতদিন করোনা সংক্রমণ থাকবে ততদিন এইভাবে খাবার পরিবেশন করবেন।

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা: মুহা: মাহফুজুর রহমান জানান, বর্তমানে মহামারি করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন ও স্বাস্থ বিভাগ মিলে আমরা করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছি। তাদের আমরা সবসময় সেবা দিয়ে যাচ্ছি এবং উন্নতমানের খাবার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

জামালপুর জেনারেল হাসপাতালের বাবুর্চি কিরন আলীর মত করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য আরও অনেকে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: