শিরোনাম

South east bank ad

পানির অভাবে পাট পচাতে পারছেন না মাধবপুরের চাষিরা

 প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি (মাধবপুর):

হবিগঞ্জের মাধবপুরে পাট নিয়ে চিন্তায় কৃষক। বৃষ্টি না হওয়ায় উপজেলার খাল-বিল ও জলাশয় গুলোর চৌচিড় অবস্থা।এতে পাট কাটতে সাহস পাচ্ছে না কৃষকরা। পানি না পেয়ে অনেক কৃষকই ক্ষেতেই শুকাতে বাধ্য হচ্ছেন সোনালী আঁশখ্যাত স্বপ্নের ফসল। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় এ বছর মাধবপুর উপজেলায় ৩৫০হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে ,কিন্তু পাট চাষিরা জানিয়েছেন, চলতি বছর এ অঞ্চলে এখনো সেভাবে বর্ষা হয়নি। ফলে পাট গাছ বড় হলেও পানির অভাবে গাছ পুড়ে যাওয়ায় অপরিপক্ক পাট কেটে ফেলতে হচ্ছে। এক পানিতে বারবার পাট পচানোর ফলে পাটের আঁশ কালো হচ্ছে। ফলে দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা।বানেশ্বর গ্রামের কৃষক হিরন মিয়া জানান, এ বছর তিনি দের বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। জমির আশপাশের পুকুর বা ডোবায় পানি কম থাকায় পাট জাগ দিতে সমস্যা হচ্ছে । আরেক কৃষক কালাম মিয়া বলেন, পাট কাটার সময় হয়ে গেছে। কিন্তু পানি না থাকায় পাট কাটতে পারছি না।যে কারণে লোকসানে পড়ার আশঙ্কা রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন এ বছর মাধবপুরে পাটের ভাল ফলন হয়েছে। যদি কোন কৃষক পানির সমস্যার কারণে পাট পাচাতে না পারে আমাদের সাথে যোগাযোগ করলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তাদের সাহায্য করব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: