শিরোনাম

South east bank ad

মাদারীপুরে অনাহারে থাকা কামাল মোল্লাকে স্বনির্ভর সহায়তা প্রদান

 প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :

গত ১৪ ই জুন স্বপ্নের সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মুন্সি জানতে পারেন যে মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের ৪ং ওয়ার্ডের বাসিন্দা কামাল মোল্লা অনাহারে ভুগতেছে। তাই সরোজমিনে খোঁজখবর নিতে গেলে দেখতে পান বৃদ্ধ কামাল মোল্লার ঘরে কোন খাবার নাই। এক কেজি চালও নাই যে রান্না করে খাবেন। তিনি বলেন, গাছে কত গুলো কাঠাল হয়েছিলো তাই খাইছি। তার কথা শুনে অনুমিত নিয়ে ঘরে গিয়ে দেখেন, কামাল মোল্লার টিনের ঘর দেখতে বাহির থেকে সুন্দর হলেও ভিতরটা বসবাসের অযোগ্য। একটি চৌকি আর এক বস্তা কাঁথা ছাড়া আর কিছুই নেই ঘরের মধ্যে। রান্না করার জন্য কিছু নেই। তাই কাঁঠালের বিচি ভাজছে তার ছোটো মেয়ে। এই এ দৃশ্য তুলে ধরে মোঃ ইমরান মুন্সী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করেন। পোষ্টটি লক্ষ করে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস। তাৎক্ষণিক তার ২মাসের খাবারের ব্যবস্থা করেন এবং ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) ৩০ হাজার টাকা পাঠিয়ে দেন সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমরান মুন্সীর নিকট। এই টাকা দিয়ে কামাল মোল্লাকে স্বনির্ভর করার লক্ষ্যে আজ সদর উপজেলা পেয়ারপুর ইউনিয়নে ২বান টিন ও একটি মুরগি খোপ, ১০টি মুরগি, ৫ টি হাস, মুরগি খাবার, ১০ টি ফলজাত গাছের চারা, একটি চায়ের দোকানের যাবতীয় মালামাল তুলেন কামাল মোল্লাকে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক ও শুভ সংঘের উপদেষ্টা এস এম আরাফাত হাসান, সদর উপজেলা পিআইও। আরো উপস্থিত ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশ, শুভ সংঘ,বন্ধন পরিবার, দুরন্ত মাদারীপুর, আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদ ও আনসার ভিডিপি সদস্যরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: