করোনা মোকাবেলা সকলকে সর্তক থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
শামীম আলম (জামালপুর):
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-করোনা মোকাবেলা সকলকে সজাগ থেকে জীবন বাঁচানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের জীবনটা আগে, কারণ জীবন যদি না বাঁচে তাহলে আমাদের কোন অস্থিত্ব থাকবে না। কাজেই মানুষের জীবন আগে বাঁচাতে হবে।
শনিবার বিকালে সরকারী ইসলামপুর কলেজ হল রুমে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজনে কোভিট-১৯ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান মাঠ পর্যায়ের কর্মীদের স্বাস্থ্য বিধি বিষয়ক দিক নির্দেশনা মূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে দেশে যেমন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, করোনা মোকাবিলা করতে হবে, সেই সাথে সাথে অর্থনৈতিক গতিশীলতাও অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ এতে সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,পৌর মেয়র আঃ কাদের শেখ,সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেছ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমূখ বক্তব্য রাখেন।