নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় মোটরযান শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
শনিবার (১৭ জুলাই ২০২১খ্রিঃ) নরসিংদী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় এবং নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি-এর সহযোগিতায় পৌর বাস টার্মিনালে মোটরযান শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক আলী হোসেন শিশির।
উল্লেখ্য, ৫০০ জন মোটরযান শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।