শিরোনাম

South east bank ad

ধোবাউড়ায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীনরা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা,বাঘবের,সদর ও ঘোঁষগাও ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের জমি সহ ৭৫ টি ঘর পেয়ে খুশি ভূমি ও গৃহহীন পরিবার গুলো।প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ,রান্নাঘর,টয়লেট, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা।যে পরিবারগুলো ইউনিয়ন পরিষদের বারান্দা,রাস্তাঘাটে,আশ্রয় স্থল ছিল,তারাই আজ প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি।কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।উপকারভোগীরা বলেন,আমরা পরের বাড়িতে বসবাস করেছি। ছেলে মেয়েরা লেখা পড়া করতে পারত না,একটি ঘরের জন্য।বৃষ্টির দিনে পড়তে বসলে পানি পড়ে বই ভিজে যেত,এই মূহুর্তে আমাদের প্রধানমন্ত্রী জমি সহ ঘর দেওয়ায়,আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছি।আমরা সকলেই নামাজ পড়ে উনার জন্য দোয়া করি,উনি অনেক বছর বেঁচে থাকুক।আরো বলেন,ইউএনও স্যার মাঝে মাঝে আমাদের এখানে এসে খোঁজ খবর নেই।উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসতিয়াক হোসেন উজ্জ্বল বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে আশ্রায়ন প্রকল্পের জায়গা নির্ধারণে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার ভূমির সার্বিক সহযোগিতায় গুনগত মান ঠিক রেখে নির্ধারিত সময়েই ঘর গুলো নির্মাণ করেছি।পাহাড়ি ঢলেও এই পর্যন্ত কোন ঘর ক্ষতিগ্রস্ত হয় নি।উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন,সম্পৃতি পাহাড়ি ঢলে ধোবাউড়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হলেও উঁচু স্থানে ঘর নির্মাণ করায় আশ্রায়ন প্রকল্পের ৭৫ টি ঘরের কোন ক্ষয়ক্ষতি হয় নি।মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সারাদেশে ভূমিহীন গৃহহীন থাকবে না,সেই লক্ষ্যে আমরা ধোবাউড়া উপজেলায় কাজ করে যাচ্ছি এবং এই প্রত্যেকটি ঘরেই উপকারভোগীরা সাচ্ছন্দ্যে বসবাস করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: